০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

প্রবন্ধ : বাংলা নববর্ষ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : বাংলা নববর্ষ’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘একুশের বইমেলায় ঘুরতে ঘুরতে জয়িতার মা বললেন, দেখো বইমেলা যেন আমাদের সমগ্র জাতির মিলন মেলায় পরিণত হয়েছে। ছেলে, বুড়ো, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলিম সবার যেন এ মেলায় রয়েছে সমান অধিকার।’
১৩। জয়িতার মায়ের উক্তির মধ্যে ‘বাংলা নববর্ষ’ মেলার কোন রূপটি ফুটে উঠেছে-
ক) ঐতিহ্য খ) ইতিহাস
গ) আন্তরিকতা ঘ) সর্বজনীনতা
১৪। উল্লিখিত বিষয়টি যে ক্ষেত্রে প্রযোজ্য তা হলো-
i) যাত্রাপালা
ii) গম্ভীরাগান
iii) মাথায় টোপর পড়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৫। নববর্ষে মানুষ কেন উদ্দীপ্ত হয়?
i) আনন্দ উৎসবে মেতে উঠতে
ii) নতুনকে বরণ করে নিতে
iii) পুরাতনকে বিদায় জানাতে
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান কোনটি?
ক) আনন্দ শোভাযাত্রা
খ) হালখাতা
গ) ভূরিভোজ
ঘ) বৈশাখী মেলা
১৭। পান-সুপারি কোন অনুষ্ঠানের অনুষঙ্গ?
ক) হালখাতা
খ) পুণ্যাহ
গ) বৈশাখী মেলা
গ) পহেলা বৈশাখ
১৮। বাকিতে কেনা জিনিসপত্র যারা কেনে তাদের মিলন মেলা ঘটে কোনটির মাধ্যমে?
ক) বৈশাখী মেলা
খ) ঈদ উৎসব
গ) নববর্ষ
ঘ) হালখাতা
১৯। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে কোন উৎসবটিকে সবচেয় প্রাচীন উৎসব বলে বিবেচনা করা হয়েছে?
ক বৈশাখী
খ) হালখাতা
গ) পুণ্যাহ
ঘ) আমানি
২০। চট্টগ্রাম অঞ্চলের পয়লা বৈশাখ জমে ওঠে কিসের জন্য?
ক) ঘুড়ি ওড়ানোর মেলা
খ) কুস্তি খেলা
গ) ষাঁড়ের লড়াই
ঘ) মোরগ লড়াই
উত্তর : ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ।


আরো সংবাদ



premium cement